লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা মোদীর

কলকাতা: ছাত্র আন্দোলনের জোয়ারে বাংলাদেশে ঘটে গিয়েছে রাজনৈতিক পালা বদল৷ শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন৷ এর কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে গঠিত…

modi indi

কলকাতা: ছাত্র আন্দোলনের জোয়ারে বাংলাদেশে ঘটে গিয়েছে রাজনৈতিক পালা বদল৷ শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন৷ এর কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার৷ এই আবহে সে দেশের সংখ্যালঘুদের নিয়ে বাড়ছে উদ্বেগ৷ বৃহস্পতিবার দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি৷ এদিন প্রধানমন্ত্রী বলেন,  “আমাদের আশা বাংলাদেশের পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে। ভারতীয়রা চাইছেন, সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হোক।”