আরজি কর-কাণ্ডের আবহে লালকেল্লা থেকে নারী নির্যাতন নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ, দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর বক্তব্যে উঠে এল আরজি কর-কাণ্ডের প্রসঙ্গও৷…

modi lalkella

নয়াদিল্লি: আজ, দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর বক্তব্যে উঠে এল আরজি কর-কাণ্ডের প্রসঙ্গও৷ মহিলাদের উপর অত্যাচার নিয়ে লালকেল্লা থেকে বার্তা দিলেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়নে মহিলারাও সমান অংশীদার৷ তবে খারাপ খবর হল নারীদের উপর অত্যাচার হচ্ছে। রাজ্য সরকারগুলিকে বলব, এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে। দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে। এই ধরনের অপরাধের সাজা হল তাদের খবর বেশি করে প্রচার করা। যাতে মহিলাদের উপর অত্যাচার করতে  ভয় পায়। এই ভয় তৈরি করাটা দরকার।”

কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি প্রধানমন্ত্রী৷ তবে তাঁর ইঙ্গিত যে, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ও তার প্রতিবাদে নাগরিক সমাজের লড়াইয়ের দিকেই তা বেশ স্পষ্ট৷