পুরষ্কৃত বীরভূম, অখিল ইস্তফা দেওয়ার পর কারামন্ত্রীর পদে দায়িত্ব নিলেন চন্দ্রনাথ

কলকাতা: বিতর্কে জড়িয়ে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন অখিল গিরি৷ তাঁর জায়গায় কারামন্ত্রীর হিসাবে দায়িত্ব নিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের…

Chandranath Sinha

কলকাতা: বিতর্কে জড়িয়ে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন অখিল গিরি৷ তাঁর জায়গায় কারামন্ত্রীর হিসাবে দায়িত্ব নিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি কারা দফতরের  দায়িত্বও সামলাবেন তিনি। বুধবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে নবান্ন৷

দিন কয়েক আগের ঘটনা৷ পূর্ব মেদিনীপুরের দিঘার তাজপুরে বন দফতরের এক মহিলা অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুঁমকি দেওয়ার অভিযোগে বিতর্কে জড়ায় তৃণমূল বিধায়ক অখিল গিরি৷ তাঁর এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেন৷ এর পরেই ইস্তফা দেন অখিল৷ তার পর থেকে কারা দফতর সামলাচ্ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই৷ এবার দায়িত্ব দেওয়া হল চন্দ্রনাথ সিনহাকে৷