সন্দেশখালিকাণ্ড থেকে শিক্ষা! সুজিতের বাড়িতে অভিযানে জওয়ানদের মাথায় হেলমেট, হাতে ঢাল

সন্দেশখালিকাণ্ড থেকে শিক্ষা! সুজিতের বাড়িতে অভিযানে জওয়ানদের মাথায় হেলমেট, হাতে ঢাল

central force

কলকাতা: গত শুক্রবার সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের৷ সাত দিনের ব্যবধানে ফের শুক্রবারেই অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তবে সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাবধানী কেন্দ্রীয় জওয়ানরা৷ তাদের সুরক্ষা বলয়েও বিস্তর ফারাক লক্ষ্য করা গেল। শুক্রবার সকালে তিনটি দলে ভাগ হয়ে দমকলমন্ত্রী সুজিত বসু, বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অভিযানে যাওয়া জওয়ানদের হাতে সব সময়ই বন্দুক লক্ষ্য করা যায়৷ কিন্তু এদিন দেখা গেল বাহিনীর হাতে রয়েছে ঢাল৷ মাথায় হেলমেট। বাহিনীর বেশির ভাগ সদস্যের হাতে ধরা  লাঠি৷  অন্য অভিযানের এদিন তুলনায় ফোর্সের সংখ্যাও ছিল অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fourteen =