Ayan Sil
কলকাতা: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সকাল থেকেই তৎপর ইডি৷ এক যোগে তদন্ত চলছে দমকলমন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে৷
সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির ঘটনায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের বাড়ি ও দফতরে হানা দিয়ে একটি ডায়েরি উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সেই ডায়েরিতে লেখা ছিল বেশ কিছু কোড নেম। যেমন-SB, MM, ‘তাপস দা’৷ কেন্দ্রীয় এজেন্সির সন্দেহ, এভাবেই নাকি প্রভাবশালীদের নাম ডায়েরিতে লিখে রাখতেন অয়ন শীল। এই নামগুলো কাদের? সেই অর্থ খুঁজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অয়ন শীলের কাছে। সূত্রের খবর, সেই সব নামের ভিত্তিতেই শুক্রবার অভিযান শুরু করেছে ইডি।সুজিত বসু, তাপস রায় ও সুবোধ চক্রবর্তী পুর নিয়োগ মামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলেই অভিযোগ রয়েছে৷