শত্রুশিবিরকে গুঁড়িয়ে দিতে ভারতের হাতে নয়া ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র, সফল পরীক্ষা DRDO-র

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র মুকুটে আরও একটি সাফল্যের পালক। মঙ্গলবার রাজস্থানের পোখরানে ম্যান প্রোটেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা সফল। সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে…

DRDo

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র মুকুটে আরও একটি সাফল্যের পালক। মঙ্গলবার রাজস্থানের পোখরানে ম্যান প্রোটেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা সফল। সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইলের ওজনে খুবই হালকা৷ ফলে সহজেই তা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়৷ অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিক ভাবে সেনার হাতে চলে এলে, ভারতীয় সেনাবাহিনীর শক্তি যে বহুগুণ বেড়ে যাবে, তা এক কথায় স্পষ্ট৷

 

নিখুঁত নিশানায় শত্রুপক্ষের ট্যাঙ্ক ও ভারী যানকে গুঁড়িয়ে দিতে সক্ষম এই মিসাইল। ২.৫ কিলোমিটার দূরত্বে থাকা যে কোনও লক্ষ্যে নিখুঁত আঘাত হানতা পারে এটি৷ উল্লেখ্য বিষয় হল,এটি অন্যান্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের তুলনায় অত্যন্ত হালকা হওয়ায় যে কেউ কাঁধে তুলে নিয়ে এটা চালাতে পারবেন। এর ওজন মাত্র ১৫ গ্রাম৷ রাত হোক বা দিন, যে কোনও এটি  শত্রুপক্ষের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে৷