‘আপনি আসুন, আপনারই দেশ, তবে…’, হাসিনাকে দেশে ফেরার বার্তা দিয়েই হুঁশিয়ারি বাংলাদেশ সরকারের

ঢাকা: ছাত্র আন্দোলনের জোয়ারে দেশছাড়া শেখ হাসিনা৷ সেনার দেওয়া ৪৫ মিনিটের নোটিশে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ তার পরবর্তী ঠিকানা কোথায় হবে, তা নিয়ে…

hasina 55

ঢাকা: ছাত্র আন্দোলনের জোয়ারে দেশছাড়া শেখ হাসিনা৷ সেনার দেওয়া ৪৫ মিনিটের নোটিশে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ তার পরবর্তী ঠিকানা কোথায় হবে, তা নিয়ে জল্পনার মাঝেই এল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের হুঁশিয়া৷ তিনি বলেছেন, ‘‘আপনি দেশে ফিরে আসুন। আপনার দেশ৷ আপনি আসবেন না কেন? নাগরিকত্ব তো আর চলে যায়নি। তবে সাবধান! গন্ডগোল পাকাবেন না। এসব করে কোনও লাভ নেই।’

 

সেই সঙ্গে সাখাওয়াত এও জানিয়েছেন যে, শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা বাংলাদেশের নতুন সরকরের নেই। তবে হাসিনা নন, অন্য কাউকে মুখ করে, দল গোছানোর পরামর্শ তাঁর। বাংলাদেশ গঠনে আওয়ামি লিগের অবদানের কথা স্বীকার করে নিয়েই তাঁর বার্তা, “আপনাদের কাছে একটাই অনুরোধ, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়।” তিনি বলেন, ‘‘কেউ যদি মনে করেন প্রতিবিপ্লব ঘটিয়ে ক্ষমতায় আসবেন, তাহলে হাজার হাজার লোকের রক্তের প্রয়োজন। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান, তাহলে আমার কিছু করার নেই।’’