রেশন দুর্নীতি-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ৪০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ! এর পিছনে কারা?

কলকাতা: রেশন দুর্নীতির তদন্তে নেমে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তাকারী অফিসাররা৷ ইতিমধ্যে কয়েক কোটি টাকা উদ্ধারও করা হয়েছে৷ তবে এবার তাঁদের হাতে উঠে…

ration scam

কলকাতা: রেশন দুর্নীতির তদন্তে নেমে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তাকারী অফিসাররা৷ ইতিমধ্যে কয়েক কোটি টাকা উদ্ধারও করা হয়েছে৷ তবে এবার তাঁদের হাতে উঠে এল আরও বড় তথ্য৷ মোটা অঙ্কের হদিশ পেল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কিছু দিন আগেই ইডি-র জালে ধরা পড়েছিলেন আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুল৷ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর সঙ্গে যে তাঁদের ঘনিষ্ঠতা ছিল, সে তথ্য মিলেছে আগেই৷ এবার খোঁজ মিলল তাঁদের ৪০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের৷ মূলত ভুয়ো কৃষকদের নামে এইসব ফেক অ্যাকাউন্ট খুলেছিলেন তাঁরা৷ তদন্তে নেমে ইডি-জানতে পেরেছে, ধানের জন্য সরকারের ঘর থেকে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র টাকা এইসব ভুয়ো অ্যাকাউন্টগুলিতে ঢুকত। সেখান থেকে টাকা পৌঁছাত মুকুল ও বিদেশের ব্যক্তিগত অ্যাকাউন্টে। ইডি সূত্রের খবর, নিজেদের আত্মীয়, বন্ধুদের নামেই এই ৪০০ অ্যাকাউন্ট খুলেছিলেন আনিসুর ও আলিফ। সেগুলির নিয়ন্ত্রণ ছিল তাঁদেরই হাতে৷