দেনায় ডুবে! ক্যাফে কফি ডে-র স্টোর সব বন্ধ হয়ে যাচ্ছে?

দিল্লি: দেশের বিখ্যাত কফি রেস্তোরাঁ চেন এখন গলা অবধি দেনায় ডুবে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যাল এবার ক্যাফে কফি ডে-র উপর সমস্ত রকমভাবে দেউলিয়া ঘোষণার কার্যক্রম…

Picsart 24 08 12 23 49 10 125

দিল্লি: দেশের বিখ্যাত কফি রেস্তোরাঁ চেন এখন গলা অবধি দেনায় ডুবে।

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যাল এবার ক্যাফে কফি ডে-র উপর সমস্ত রকমভাবে দেউলিয়া ঘোষণার কার্যক্রম শুরু করেছে। ২২৮.৪৫ কোটি টাকার দেনা রয়েছে এই মর্মে অলরেডি একটা পিটিশন দাখিল করেছে আইডিবিআই ট্রাস্টিশিপ সার্ভিসেস লিমিটেড।

উল্লেখ্য, দেশের প্রায় সর্বত্র ছড়িয়ে আছে সিসিডির স্টোর। লাখ লাখ মানুষ এখানে কফি খেতে, কোয়ালিটি টাইম কাটাতে পছন্দ করেন। সেই সিসিডির কিনা এমন কঠিন সময়! কবে থেকে ধুঁকছে সিসিডি?

এনসিএলটি জানিয়েছে যে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বার্ষিক রিপোর্টে কফি ডে এন্টারপ্রাইজ উল্লেখ করেছে যে তাদের সংস্থা ১৪.২৪ কোটি টাকার সুদ পেমেন্ট করতে পারেনি। ২০১৯ সালের জুলাই মাসে সংস্থার প্রতিষ্ঠাতা ভি জে সিদ্ধার্থের মৃত্যুর পর থেকেই এই সংস্থার ব্যবসা ধুঁকছে। ধার মেটাতে চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী, সংস্থার বর্তমান সিইও। ২০২৩ সালের জুলাই মাসে ৯৪ কোটি টাকা দেনার দায়ে আইডিবিআই ব্যাঙ্কের তরফে দেউলিয়া ঘোষণার অভিযোগ গ্রহণ করেছিল এনসিএলটি।