সন্তানের দেখাভালের জন্য এ বার দু’বছরের ছুটি পাবেনপুরুষেরাও! নির্দেশ হাই কোর্টের

কলকাতা: সন্তান জন্মের পর তার দেখভালের জন্য মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন মহিলারা৷ এবার পুরুষেরাও মহিলাদের সমান ছুটি নিতে পারবেন। চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষেরাও মহিলাদের…

amrita

কলকাতা: সন্তান জন্মের পর তার দেখভালের জন্য মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন মহিলারা৷ এবার পুরুষেরাও মহিলাদের সমান ছুটি নিতে পারবেন। চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষেরাও মহিলাদের সমান ছুটির দাবিদার হবেন৷ সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এক শিক্ষকের আবেদনের ভিত্তিতে উল্লেখযোগ্য এই রায় দেন বিচারপতি অমৃতা সিনহা৷

এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ- সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবার উপরেও সমান দায়িত্ব বর্তায়। তাই ছুটির ক্ষেত্রে তাঁদের কেন বঞ্চিত করা হবে? তাঁরাও সমান ছুটি পাওয়ার যোগ্য। এই বিষয়ে ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের একটি আইনের কথাও উল্লেখ করেন বিচারপতি সিনহা৷

কর্মরত মহিলারা সন্তান জন্মের পর তার দেখাশোনার ৭৩০ দিন অর্থাৎ টানা দু’বছর ‘চাইল্ড কেয়ার লিভ’ পান৷ সেখানে বাবারা পেয়ে থাকেন মাত্র ৩০ দিনের ছুটি৷ এর চেয়ে বেশি ছুটি চাইলেই কাটা হয় বেতন৷ এই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়েই হাই কোর্টে মামলা করেছিলেন এক শিক্ষক। সেই মামলার ভিত্তিতেই এই রায়৷  রাজ্যকেও এই বিষয়ে পদক্ষেপ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।