ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ, বিকেলের পর থেকেই বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?

কলকাতা: দক্ষিণবঙ্গে এখনই থামছে না বৃষ্টি৷ বেশকিছু জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের সব…

rain kolkata 1

কলকাতা: দক্ষিণবঙ্গে এখনই থামছে না বৃষ্টি৷ বেশকিছু জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও একই ভাবে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। তবে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ বুধবার থেকে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ৷ এদিকে, উত্তরবঙ্গে আজ বিকেল থেকেই ভারী বৃষ্টির শুরু হয়ে যাবে দার্জিলিং ও কালিম্পং-এ৷

সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ও হুগলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে। ১৫ অগাস্ট, বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং নদিয়া।