চাপের মুখে পদত্যাগ আরজি করের অধ্যক্ষের, সন্দীপ ঘোষের দাবি, স্বেচ্ছায় ইস্তফা

কলকাতা:  জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ৷ ঘটনার পর থেকেই বিক্ষোভ-আন্দোলন শুরু করেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা৷ লাগাতার আন্দোলনের চাপেই পদত্যাগ…

sandeep G

কলকাতা:  জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল আরজি কর মেডিক্যাল কলেজ৷ ঘটনার পর থেকেই বিক্ষোভ-আন্দোলন শুরু করেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা৷ লাগাতার আন্দোলনের চাপেই পদত্যাগ করতে বাধ্য হলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

 

সোমবার সকালে ইস্তফা দেন তিনি। তবে তাঁর বক্তব্য, কারও চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মৌখিক ভাবে এ কথা ঘোষণা করার পর আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের দাবি, লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতে হবে তাঁকে। মুখের কথা তাঁরা মানবেন না৷

 

আরজি করের ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, অধ্যক্ষ নাকি বলেছেন, ‘‘ওই চিকিৎসক একা কেন সেমিনার রুমে ঘুমোতে গিয়েছিলেন?’ সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। আমার মুখে কথা বসানো হয়েছে। বিগত দিনেও এভাবে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে।” তিনি এও জানান, তাঁর সঙ্গে কোনও মন্ত্রী, কোনও সিনিয়র অফিসারের কথা হয়নি। স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কারও সঙ্গেই কথা বলেননি। এটা তাঁর নিজের দায়িত্ব। তাঁর সঙ্গে রাজনীতির খেলা হচ্ছে বলেও অভিযোগ করেন৷

 

সন্দীপ আরও বলেন, ‘‘ছাত্রছাত্রীরা আমার ইস্তফা চেয়েছিলেন। সারা রাজ্যও এটাই চাইছিল বলে আমার মনে হয়েছে। আশা করব, এ বার ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন।’’ তিনি আরও বলেন, ‘‘গত কয়েক দিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাকে যে ভাবে কটূক্তি সহ্য করতে হচ্ছে, আমার পরিবার, সন্তানদের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। তাই আমি পদত্যাগ করছি। আপনারা ভাল থাকবেন।’’