বিপত্তি এড়াতে নির্দিষ্ট সময়ে মেটাতেই হবে ক্রেডিট কার্ডের বকেয়া, বলছে CRED

বিপত্তি এড়াতে নির্দিষ্ট সময়ে মেটাতেই হবে ক্রেডিট কার্ডের বকেয়া, বলছে CRED

নয়াদিল্লি: করোনাভাইরাসের ধাক্কায় ধুঁকতে থাকা ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যাংক-সহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাসের মোরেটরিয়াম ঘোষণার অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷  সংশ্লিষ্ট ব্যাঙ্কের চেয়ারপার্সনদের কাছে আবেদন রেখেছে, আগামী তিন মাসের জন্য ক্রেডিট কার্ডের বকেয়া এবং অন্যান্য লোন স্থগিত রাখতে৷

এই পরিস্থিতিতে বিশেষ ছাড়া পাচ্ছেন ক্রেডিট কার্ডের গ্রাহকরাও৷ ক্রেডিট কার্ডের বকেয়া টাকা পরিশোধের দিন ১ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মে ২০২০ করা হয়েছে৷  সুদের হারের উপর এই মোরাটরিয়াম কার্যকর হবে না৷ ৩ মার্চ ২০২০ পর্যন্ত ১,০০,০০ টাকা বকেয়া থাকলে আপনি মোরাটরিয়ামের সুযোগ পাবেন ২১ মে ২০২০ পর্যন্ত৷ ৩ জুন ২০২০ তে বকেয়া পরিশোধ করতে হলে দিতে হবে ১,১৫,০০০ টাকা (১,০০,০০০ বকেয়া + সুদ ১৫,০০০)৷

সিআরইডি-র সুপারিশ, ইন্টারেস্ট চার্জ এড়াতে নির্দিষ্ট তারিখের মধ্যেই বকেয়া টাকা মেটানোর চেষ্টা করুন৷ মোরাটোরিয়ামের অর্থ মুকুব নয়, স্থগিত রাখা৷ তাই মোরাটোরিয়ামের সুবিধা গ্রহণ করলে তিন মাস বকেয়া টাকা দিতে হবে না ঠিক কথা৷ কিন্তু বর্তমান সুদের হারেই বাড়তে থাকবে চার্জ৷ বকেয়া প্রদত্ত অর্থ ৩৬ শতাংশ থেকে ৪২ শতাংশ হারে মিটিয়ে দিতে হবে৷ করোনা সারা বিশ্বে মহামারির আকার নিয়েছে৷ এই পরিস্থিতিতে ক্রেডিট কার্ডের বকেয়া টাকা মেটানোর ক্ষেত্রে তিন মাসের বাড়তি সময় দিয়েছে আরবিআই৷ ২৭ মার্চ আরবিআইয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ভাবেই এই টাকা ছাড় দেওয়া হয়নি৷ ৩১ মে ২০২০-র মধ্যে বকেয়া টাকা শোধ করতে হবে গ্রাহকদের৷

টার্ম লোনের ক্ষেত্রে আগামী তিন মাস ইএমআই মুকুব করা হয়েছে৷ কিন্তু মনে রাখতে হবে ক্রেডিট কার্ড টার্ম লোন নয়৷ আরবিআই জানিয়েছে, ইএমআই কাটা বন্ধ করার ব্যাপারে প্রতিটি ব্যাংককে আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ, আপনার ব্যাঙ্ক যদি অনুমোদন না দেয় তবে প্রতি মাসের মতো ইএমআই-এর টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। ইএমআই কাটবে কিনা সেটা জানাবে আপনার ব্যাংক। আপাতত যার যে ব্যাঙ্কে লোন রয়েছে সেই ব্যাংক কী বলে সেই দিকে নজর রাখতে হবে গ্রাহকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *