ধর্ষণের পরই খুন! সর্বোচ্চ শাস্তির আশ্বাস, পরিবার চাইলে তদন্তে অন্য এজেন্সি: CP

কলকাতা: আর জি কর-কাণ্ডে উত্তাল গোটা রাজ্য৷ প্রতিবাদে ফেটে পড়েছে ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকেরা৷ এই ঘটনার প্রথমিক তদন্তেই ধর্ষণ করে খুনের ইঙ্গিত মিলেছিল৷ এই…

vineet goel

কলকাতা: আর জি কর-কাণ্ডে উত্তাল গোটা রাজ্য৷ প্রতিবাদে ফেটে পড়েছে ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকেরা৷ এই ঘটনার প্রথমিক তদন্তেই ধর্ষণ করে খুনের ইঙ্গিত মিলেছিল৷ এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে, সেই খবরেই সিলমোহর দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল৷ জানালেন, ধর্ষণের পরই খুন করা হয়েছে আরজিকরের জুনিয়র চিকিৎসককে। একই সঙ্গে পুলিশ কমিশনার আশ্বস্ত করে বলেছেন, অপরাধীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা্ করা হবে।

পুলিশ কর্তা জানান, হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে উদ্ধার হেডফোনের ছেঁড়া তারের সূত্র ধরেই অপরাধীর নাগাল পান তদন্তকারীরা। জেরায় অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে ধৃত৷ সাংবাদিক বৈঠকে বিনীত গোয়েল জানান, ওই ব্যক্তি হাসপাতালে যাতায়াত করতেন। হাসপাতালের সঙ্গে পরিচিতি ছিল তার৷ এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে। ধৃতর বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতা আইনে খুন ও ধর্ষণের মামলা করা হয়েছে।