ওয়াকফ সংশোধনী বিলের জন্য তৈরি যৌথ সংসদীয় কমিটি, ফের মুখোমুখি কল্যাণ-অভিজিৎ

কলকাতা: ওয়াকফ আইনে সংশোধন আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু বিরোধীদের চরম বিরোধিতার মুখে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে পারেনি নরেন্দ্র মোদী সরকার।…

AVI KALYAN

কলকাতা: ওয়াকফ আইনে সংশোধন আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু বিরোধীদের চরম বিরোধিতার মুখে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে পারেনি নরেন্দ্র মোদী সরকার। বিল গিয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। বিরোধীরা সাফ জানিয়ে দিয়েছে, ওয়াকফ সংশোধনী বিলে প্রস্তাবিত যাবতীয় সংশোধনী তাঁরা মানছে না।

 

বিরোধীদের চাপে পড়েই যৌথ সংসদীয় কমিটির কাছে বিল পাঠাতে বাধ্য হয় কেন্দ্রের সরকার৷ এই যৌথ সংসদীয় কমিটিতে কারা থাকবেন, তা নিয়ে জল্পনা ছিলই। সংসদের সচিবালয় থেকে সংসদীয় কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করতেই চমক। তাৎপর্যপূর্ণভাবে ওই কমিটিতে রাখা হয়েছে বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে৷ ফলে ফের আরও একবার মুখোমুখি হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন এবং পরে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় একে অপরের বিরুদ্ধে বারবার চাঁচাছোলা আক্রমণ শানিয়েছিলেন তাঁরা৷ বেশ কয়েকবার তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদও হয়েছে৷ ফলে যৌথ কমিটিতে তাঁদের সহাবস্থান নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷