বুদ্ধদেবের প্রয়াণের পর সিপিএমের ‘অভিভাবক’ হিসেবে একমাত্র রইলেন বিমান বসু!

Biman Basu CPM leadership চির বিদায় নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক বছর ধরে বাড়িতেই চিকিৎসা চলছিল বুদ্ধদেবের। বুদ্ধদেবের ঘরটি…

Biman Basu CPM leadership Buddhadeb Bhattacharya's demise leaves Biman Basu as CPM's sole guardian

Biman Basu CPM leadership

চির বিদায় নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক বছর ধরে বাড়িতেই চিকিৎসা চলছিল বুদ্ধদেবের। বুদ্ধদেবের ঘরটি কার্যত হয়ে উঠেছিল অস্থায়ী হাসপাতাল। ২০১৫ সালে সিপিএমের ব্রিগেড সমাবেশে শেষবারের মতো বক্তব্য রেখেছিলেন বুদ্ধদেব। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে সিপিএমের ব্রিগেড সমাবেশে মঞ্চের পাশে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তিনি বক্তব্য রাখার মতো অবস্থায় ছিলেন না। (Biman Basu)

Buddhadeb Bhattacharya’s demise leaves Biman Basu as CPM’s sole guardian

পরবর্তীকালে সিপিএমের বিভিন্ন কর্মসূচি উপলক্ষে বুদ্ধদেবের লিখিত বিবৃতি পাঠ করা হয়েছে। অর্থাৎ বাড়িতে শয্যাশায়ী থাকা অবস্থাতেও কার্যত সিপিএমের ‘অভিভাবক’ হিসেবে কাজ করে গিয়েছেন বুদ্ধদেব। আর বুদ্ধদেবের প্রয়াণের পর সিপিএমের একমাত্র ‘অভিভাবক’ হিসেবে থেকে গেলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

CPM leadership Buddhadeb Bhattacharya and Biman Basu

ঘটনা হল বুদ্ধদেবের প্রয়াণের পর আরও একা হয়ে গিয়েছেন বিমান বসু। বৃহস্পতিবার বন্ধু বুদ্ধদেবের নিথর দেহের সামনে কান্না ভেজা গলায় তাঁকে বলতে শোনা গিয়েছে,”আমার বন্ধু চলে গেল।” এর বেশি আর কিছু বলতে পারলেন না তিনি। উল্লেখ্য সিপিএমের অন্দরে যে সাত নেতা ‘সপ্তরথী’ বলে পরিচিত ছিলেন তাঁদের মধ্যে একমাত্র বিমান বসু জীবিত রয়েছেন। বাকিরা হলেন অনিল বিশ্বাস, শঙ্কর গুপ্ত, দীনেশ মজুমদার, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী ও বুদ্ধদেব ভট্টাচার্য। এঁরা সকলেই প্রয়াত হয়েছেন।

West Bengal politics

আজীবন গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন বিমান ও বুদ্ধদেব। বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকলেও তাঁদের বন্ধুত্বে কখনও ফাটল ধরেনি। প্রায় ৮৫ বছরের সেই বিমান আজ বড়ই একা হয়ে গিয়েছেন। বুদ্ধদেবের প্রয়াণে মানসিকভাবে অসম্ভব ভেঙে পড়েছেন তিনি।

West Bengal leftist politics

গত কয়েক বছরে সিপিএমে বেশ কয়েকজন তরুণ নেতা-নেত্রী উঠে এসেছেন। তাঁদের অনেকেই এই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কিন্তু সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। চব্বিশের লোকসভা নির্বাচন রাজ্য রাজনীতিতে সিপিএমকে নিঃসন্দেহে আরও বেশি অপ্রাসঙ্গিক করে দিয়েছে। তবু নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রেড ব্রিগেড। ঠিক সেই সময়েই প্রয়াত হলেন বুদ্ধদেব। তাই দলকে সবরকম দিশা দেখানোর কাজ করে যেতে হবে একা বিমানকেই। এই বয়সে আর কত চাপ নেবেন তিনি? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

Communist Party of India (Marxist)

সিপিএম তথা বাম নেতৃত্বের কাছে দীর্ঘদিন ধরেই ‘বটবৃক্ষ’ হিসেবে রয়ে গিয়েছেন বিমান। কিন্তু এখন নিঃসন্দেহে তাঁর উপর আরও চাপ বাড়ল। তবু এই বয়সে যতদিন পারবেন প্রবল চাপ সামলে দলকে বিমান যে যথারীতি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

 

আরও পড়ুন

বুদ্ধদেব আবেগকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম?

দুর্নীতির ছায়াটুকুও কোনও দিন সামনে আসার সাহস পায়নি বুদ্ধদেব ভট্টাচার্যে

ছোট্ট ফ্ল্যাট, সাদা ধুতি আর পাঞ্জাবী! কতটা ‘সাধারণ’ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শিল্প, বিপ্লব ও বিতর্ক! কেমন ছিল ‘ব্র্যান্ড’ বুদ্ধ’র রাজনৈতিক জীবন?

বুদ্ধদেবের মতোই কি ভুল করলেন হাসিনা? 

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে? বড় ঘোষণা শাহের! ভ্যানিস গেরুয়া নিয়ম!

Politics: With Buddhadeb Bhattacharya‘s passing, Biman Basu remains CPM’s last ‘guardian.’ The former CM’s departure leaves Biman alone to steer the party. Explore the emotional toll and the challenges faced by CPM in this crucial phase of West Bengal politics.