‘অংসাবিধানিক সরকারের কথা কে শুনবে?’ ইউনুসকে নিশানা হাসিনা-পুত্র জয়ের

কলকাতা: ছাত্র আন্দোলনে উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার৷ সেই সরকারের প্রধান করা হয়েছে নোবেলজয়ী অর্থনীতি মহম্মদ ইউনুসকে৷ বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুতেই…

yunus jay

কলকাতা: ছাত্র আন্দোলনে উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার৷ সেই সরকারের প্রধান করা হয়েছে নোবেলজয়ী অর্থনীতি মহম্মদ ইউনুসকে৷ বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুতেই আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তাঁর কথায়, এটা অসাংবিধানিক সরকার। এই সরকার গঠনে বাংলাদেশের মানুষের কোনও সমর্থন নেই। এটা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার নয়। বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন জয়।

 

আমেরিকা থেকেই সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জয় বলেন, ‘‘আমরা সকলে চাই বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। নবগঠিত অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক। সামান্য কয়েক জনের মাধ্যমে নির্বাচিত কোনও সরকারের কথা সংবিধানে বলা নেই। বাংলাদেশে ১৭ কোটি মানুষের বাস৷ সেখানে ২০ থেকে ৩০ হাজার আন্দোলনকারী সংখ্যালঘু। তাঁরা সরকার গঠন করতে পারেন না। এই সরকারের জন্য কেউ ভোট দেননি।’’