আবারও দুর্ঘটনা উত্তরবঙ্গে, লাইনচ্যুত তেলবাহী মালগাড়ির ৫টি বগি

মালদহ: ফের দুর্ঘটনার কবলে রেল৷ এবার মালদহে লাইনচ্যুত মালগাড়ি। শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের লাইনচ্যুত হয়ে যায় তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি৷ এনজিপি থেকে কাটিহার যাচ্ছিল…

malgari1

মালদহ: ফের দুর্ঘটনার কবলে রেল৷ এবার মালদহে লাইনচ্যুত মালগাড়ি। শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের লাইনচ্যুত হয়ে যায় তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি৷ এনজিপি থেকে কাটিহার যাচ্ছিল মালবাহী ট্রেনটি৷ সেই সময় কুমেদপুরে লাইনচ্যুত হয়ে যায় পাঁচটি বগি। দুর্ঘটনার খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সকাল পৌনে ১১টা নাগাদ তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়ে যায়৷

 

গত কয়েক দিন ধরেই রেল দুর্ঘটনার খবর সামনে আসছে৷ ১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য বিপদের হাত থেকে বাঁচে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই লাইনচ্যুত হয় হাওড়া-সিএসএমটি মেল৷ ৯ অগাস্ট ফেল বেলাইন তেলবোঝাই মালগাড়ি।