এখনই থামছে না বৃষ্টি, আগামী কয়েকদিন ভাসবে গোটা রাজ্য

কলকাতা: গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্যের জেলায় জেলায়৷ এখনই সেই বৃষ্টি থামছে না৷ বরংউত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই জানাচ্ছে…

rain new9

কলকাতা: গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্যের জেলায় জেলায়৷ এখনই সেই বৃষ্টি থামছে না৷ বরংউত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের অন্তত সাত জেলায় শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ শনিবার ভারী বৃষ্টি হতে পারে আরও পাঁচ জেলায়। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷

এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলায়৷ আগামী ৪৮ ঘন্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে৷ আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে ধস নামতে পারে। রাস্তায় দৃশ্যমান্যতা কমবে। নদীর জলস্তর বাড়তে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে৷