শেষযাত্রা বুদ্ধদেব, পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা পথে মরদেহ, সঙ্গে স্ত্রী মীরা এবং সন্তান

কলকাতা: পিস ওয়ার্ল্ড থেকে বার করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। সময়ের আগেই সেখানে পৌঁছে যান স্ত্রী মীরা ভট্টাচার্য ও পুত্র সুচেতন৷ পিস…

buddha rose

কলকাতা: পিস ওয়ার্ল্ড থেকে বার করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। সময়ের আগেই সেখানে পৌঁছে যান স্ত্রী মীরা ভট্টাচার্য ও পুত্র সুচেতন৷ পিস ওয়ার্ল্ড থেকে বার করার পর বুদ্ধদেবের মরদেহ পৌঁছবে বিধানসভায়। সেখানে প্রাক্তন বিধায়ক তথা মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শাসক এবং বিরোধী দলের বিধায়কেরা। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় শায়িত থাকবে বুদ্ধদেবের নিথর দেহ।

বেলা ১২টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। বিকেল ৩টে পর্যন্ত সেখানেই মরদেহ শায়িত রাখা হবে৷ সেখান থেকে প্রয়াত বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে৷ বেলা ৪টের সময় শুরু হবে শেষযাত্রা৷ মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে।

শেষযাত্রায় বুদ্ধদেবের চোখে দেখা গেল সেই কালো ফ্রেমের চশমা। গলায় লাল গোলাপের মালা৷ সাজানো হয়েছে রজনীগন্ধাতেও৷