গান স্যালুটে শেষ বিদায়, করা হবে বুদ্ধদেবের দেহদান

কলকাতা: বুদ্ধদেবের প্রয়াণে বঙ্গ রাজনীতিতে এক যুগের অবসান হল। বুদ্ধদেবের প্রয়াণে শোকপ্রকাশ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা প্রয়াত। খুব দু:খজনক।…

বুদ্ধদেব The late Buddhadeb Bhattacharjee

কলকাতা: বুদ্ধদেবের প্রয়াণে বঙ্গ রাজনীতিতে এক যুগের অবসান হল।

বুদ্ধদেবের প্রয়াণে শোকপ্রকাশ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা প্রয়াত। খুব দু:খজনক। আজ তাঁর দেহ সংরক্ষণ করা হবে। আগামীকাল সকাল ১০টায় তাঁর দেহ আলিমুদ্দিনে শায়িত থাকবে। বিকেল ৪টায় শেষযাত্রার আয়োজন করা হবে। তারপরে তাঁর ইচ্ছে অনুসারে দেহ দান করা হবে।’

অন্যদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্যে সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংবাদমাধ্যমে মমতা বলেন, ‘খুব খারাপ লাগছে। আজ সরকারি আজ সরকারি ছুটি ঘোষণা করা হল। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে হবে ওঁকে।’

এদিন পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান তিনি। মমতা বলেন, ‘গান স্যালুটে সম্মান জানানো হবে।বিধানসভাতেও ওঁর দেহ নিয়ে যেতে বলেছি। ওঁর মৃত্যু রাজ্যের জন্য বড় ক্ষতি। ওঁর সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে। বড় ক্ষতি। ওঁর সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে। ওঁর মৃত্যুর বয়স হয় তো হয়নি। পরিবারকে সমবেদনা জানাই। ওঁর অনেক অবদান আছে।’