রাজ্যের মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন কারা কারা?

কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় যে ছোটখাটো পালাবদল হতে চলেছে, লোকসভা ভোটের পরেই সেই ইঙ্গিত মিলেছিল৷  সেই মতোই বুধবার মন্ত্রিসভায় রদবদল করা হল। বেশ কিছুদিন ধরেই রাজভবনে…

mantrisabha3

কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় যে ছোটখাটো পালাবদল হতে চলেছে, লোকসভা ভোটের পরেই সেই ইঙ্গিত মিলেছিল৷  সেই মতোই বুধবার মন্ত্রিসভায় রদবদল করা হল। বেশ কিছুদিন ধরেই রাজভবনে রদবদল সংক্রান্ত ফাইল পড়েছিল। অবশেষে রাজ্যপাল তাতে সই করে ফাইল ছেড়ে দেন৷ এর পরেই নবান্ন থেকে মন্ত্রীদের রদবদলের নির্দেশিকা জারি করা হয়৷ তবে এখনও ফাঁকা পড়ে রয়েছে বেশ কিছু দফতর। দেখে নেওয়া যাক কে কোন দফতর পেলেন৷

 

সেচ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী মানস ভুঁইয়া। জল সম্পদ উন্নয়ন দফতরের পাশাপাশি সেচ দফতরও সামলাবেন তিনি৷ মন্ত্রিসভায় আরও গুরুত্ব বাড়ল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হওয়ার পাশাপাশি স্বাস্থ্য দফতর ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী তিনি। সেইসঙ্গে পরিবেশ দফতরের মন্ত্রীও করা হল চন্দ্রিমাকে।

পরিবেশ দফতরের মন্ত্রী গুলাম রব্বানীর হাতে দেওয়া হল অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব৷ বাড়তি দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়ও৷ এতদিন তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব ছিল তাঁর হাতে৷ এবার অতিরিক্ত শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন তিনি৷

সদ্যই পদ থেকে ইস্তফা দিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি৷ আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে কারা দফতর। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই কারামন্ত্রী হিসাবে নতুন কারও নাম ঘোষণা করা হবে৷