বোয়িং স্টারলাইনারের নিরাপত্তা নিয়ে ধন্দ, স্পেসএক্স মহাকাশচারী মিশন পিছল নাসা

ওয়াশিংটন: পিছিয়ে দেওয়া হল নাসা এবং স্পেসএক এক্সের যৌথ মহাকাশচারী মিশন৷ মূলত, যান্ত্রিক গোলযোগের কারণেই এই সিদ্ধান্ত৷ সম্প্রতি কিছু প্রযুক্তিগত সমস্যা ও প্রস্তুতি জনিত সমস্যার…

spaceX

ওয়াশিংটন: পিছিয়ে দেওয়া হল নাসা এবং স্পেসএক এক্সের যৌথ মহাকাশচারী মিশন৷ মূলত, যান্ত্রিক গোলযোগের কারণেই এই সিদ্ধান্ত৷ সম্প্রতি কিছু প্রযুক্তিগত সমস্যা ও প্রস্তুতি জনিত সমস্যার কারণে মিশনের সময়সূচী পরিবর্তন করতে হয়েছে৷

নাসা ও স্পেসএক্সের তরফে জানানো হয়েছে, মিশনের জন্য প্রস্তুতি এবং নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চিয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মিশনের সঠিক সময় নির্ধারণ করা হবে। টিমের এক মুখপাত্র বলেছিলেন, “আমরা আমাদের মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি৷ খুব শীঘ্রই নতুন সময়সূচী ঘোষণা করা হবে৷ ”

স্পেসএক্সের ক্রু-৯ মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ এটি বেসরকারি ক্ষেত্রে মহাকাশ পরিবহণের সক্ষমতা বৃদ্ধি করবে। এই মিশনের মাধ্যমে চারজন মহাকাশচারী আইএসএসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু, নাসা এক বিজ্ঞর্তিতে জানিয়েছে, এই উৎক্ষেপণটি কিছু সময়ের জন্য স্থগিত করা হল।  স্টারলাইনারের সঠিক কার্যকারিতা নিশ্চিত করার পরই মিশন শুরু করা হবে৷ এটি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত রয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়াম  ও তাঁর সঙ্গী বুচ উইলমো মহাকাশে ‘বন্দি’ হয়ে রয়েছেন৷ তাঁর আটকে রয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। তাঁদের ফিরিয়ে আনার কর্মসূচিও পুনর্বিবেচনা করা হচ্ছে৷