‘ইনি না থাকলে আপনি আজ……’’ শ্যামাপ্রসাদের ছবি দিয়ে বিস্ফোরক পোস্ট দিলীপের

কলকাতা: ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ৷ রাজনৈতিক পালাবদলে সে দেশের হিন্দুদের পরিস্থিতি কী হতে চলেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ অনেকেই ওপাড় বাংলার হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ…

shyama diip

কলকাতা: ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ৷ রাজনৈতিক পালাবদলে সে দেশের হিন্দুদের পরিস্থিতি কী হতে চলেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ অনেকেই ওপাড় বাংলার হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিস্ফোরক পোস্ট করলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দিয়ে তিনি লিখলেন, ‘‘ইনি না থাকলে আজকের দিনে আপনি হিন্দু বাঙালি হয়ে বাংলাদেশে থাকতেন৷’’

 

বিজেপি বরাবরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা উল্লেখ করেছেন। বাংলাভাগে তাঁর অবদান স্বীকার করা যায় না। বঙ্গ বিভাজনের মুখ হিসেবে ইতিহাসে তাঁর নাম উজ্জ্বল হয়ে থাকবে। অবিভক্ত বাংলা সংগঠনের বিরুদ্ধে লড়েছিলেন তিনি।  শ্যামাপ্রসাদ বলেছিলেন বলেন, মুসলিমরা যদি ভারতবর্ষের বিভাজন চায়৷ তবে ভারতের সকল মুসলিমদের উচিত তল্পিতল্পা গুটিয়ে পাকিস্তান চলে যাওয়া। পরবর্তী সময়ে লর্ড মাউন্ট ব্যাটেনের বাড়িতে ভারত বিভাজন ও বাংলা বিভাজন নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও হিন্দু জেলা প্রতিনিধি দের নিয়ে দুটি পৃথক সভা হবে এবং সবার মতামত নেওয়া হবে। একটি সভার ফলাফলও যদি বাংলা ভাগের পক্ষে যায়, তবে বাংলাকে ভাগ করা হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলা বিভাজনের বিপক্ষে ভোট দেয়। কিন্তু হিন্দু সংখ্যা গরিষ্ঠদের সভায় বাংলা বিভাজনের পক্ষে ভোট পড়ে। যার নেপথ্যে শ্যামাপ্রসাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

 

তিনি মনে করতেন, অবিভক্ত বাংলায় হিন্দুদেরকে মুসলিম আধিপত্য মেনে চলতে হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বাঙালির মধ্যে সাম্প্রদায়িকতা আগেও ছিল, পরেও আছে। কিন্তু চল্লিশের দশকের মাধামাঝি সময়কালে সরকারি ক্ষমতার ইন্ধনে বাংলার সমাজ দ্রুত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, যা বাঙালির ইতিহাসকে চিরতরে পাল্টে দেয়। এর পিছনে শ্যামাপ্রসাদ ও তাঁর দলের ভূমিকা ছিল প্রত্যক্ষ।

 

shyamaP