নিউইয়র্কেও এভাবে লাঞ্ছিত বঙ্গবন্ধু! বাংলাদেশ দূতাবাসে ঘটে গেল অবাক কাণ্ড

কলকাতা: বাংলাদেশে বঙ্গবন্ধুর লাঞ্ছনার আঁচ পৌঁছে গেল নিউইয়র্কেও৷ না গিয়েছে, মার্কিন শহরটিতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটে ঢুকে পড়ে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দিয়েছে প্রতিবাদীরা। বাধা দিতে গিয়েছিলেন…

WhatsApp Image 2024 08 06 at 2.14.57 PM

কলকাতা: বাংলাদেশে বঙ্গবন্ধুর লাঞ্ছনার আঁচ পৌঁছে গেল নিউইয়র্কেও৷ না গিয়েছে, মার্কিন শহরটিতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটে ঢুকে পড়ে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দিয়েছে প্রতিবাদীরা। বাধা দিতে গিয়েছিলেন দূতাবাসের কর্মীরা। কিন্তু তা উপেক্ষা করেই কার্যত তাণ্ডব চালিয়ে গিয়েছে বিক্ষোভকারীরা। বাংলাদেশের পিতার আজ এই পরিণতি, যা দেখে ধিক্কার জানাচ্ছে গোটা বিশ্ব৷ নিউইয়র্কে দূতাবাসে তাণ্ডবের এই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের বাংলাদেশি দূতাবাসে ঢুকে পড়েছে একঝাঁক বিক্ষোভকারী। অনেকের হাতেই ছিল বাংলাদেশের পতাকা। জাতীয় পতাকার রঙের টুপিও ছিল বিক্ষোভকারীদের মাথায়। দূতাবাসের কর্মীদের বারণ সত্ত্বেও জোর করে কনসুলেটের ভিতরে ঢুকে পড়ে তাঁরা। দেওয়াল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ছিঁড়ে ফেলে তাঁরা। বেশ কিছু জিনিসপত্রও সরিয়ে ফেলতে দেখা যায়। পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান দূতাবাসের আধিকারিকরা। তাতেও অবশ্য দমানো যায়নি বিক্ষোভকারীদের। প্রতিটি ঘরে ঢুকে তছনছ চালায় তারা। এরপর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে৷ অলরেডি দিল্লি বাংলাদেশের দূতাবাসে আঁটসাট নিরাপত্তা রয়েছে৷