দিল্লিতেই সুরক্ষিত আশ্রয়ে রয়েছেন হাসিনা, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সময় চেয়েছেন,জানালেন জয়শঙ্কর

নয়াদিল্লি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ওই বৈঠকেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আপাতত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী…

hasina jay

নয়াদিল্লি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ওই বৈঠকেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আপাতত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে কিছু দিন সময় দেওয়া হয়েছে।

 

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজেজু সহ অন্যান্যরা। সূত্রের খবর, বাংলাদেশে প্রবাসী ভারতীয়দের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে৷ পরিস্থিতির দিকে নজর রয়েছে দিল্লির। তবে এখনই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে প্রবাসী ভারতীয়দের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়োজনে দ্রুত পদক্ষেপ করা হবে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ভারত৷

 

এদিকে, হাসিনা কী ভাবছেন, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানাবেন। সেই ভাবনাচিন্তার জন্য সময় চেয়েছেন। তিনি পরিকল্পনা জানার পরই পরবর্তী পদক্ষেপ করবে নয়াদিল্লি।