বাংলাদেশে জেল-মুক্ত কয়েক’শ বন্দি, কাঁটাতার-হীন সীমান্তে বাড়ছে আতঙ্ক

কলকাতা: আন্দোলনের জোয়ারে সরকার ভেঙেছে বাংলাদেশে৷ ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তবে অশান্তি এখনও থামেনি৷ হামলা চলানো হচ্ছে সরকারহীন বাংলাদেশের থানা ও…

BSF3

কলকাতা: আন্দোলনের জোয়ারে সরকার ভেঙেছে বাংলাদেশে৷ ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তবে অশান্তি এখনও থামেনি৷ হামলা চলানো হচ্ছে সরকারহীন বাংলাদেশের থানা ও কারাগারে৷ তাতেই ভেঙেছে বাধ৷ বেরিয়ে এসেছেন নিষিদ্ধ জামাতের সদস্য থেকে ইসলামিক ছাত্র শিবিরের বন্দিরা৷ যা আতঙ্ক বাড়াচ্ছে এপাড়ে। অনুপ্রবেশের আশঙ্কায় ‘নাইট ভিশন’ ক্যামেরা নিয়ে কড়া পাহারায় মোতায়েন বিএসএফ৷

সোমবার শেখ হাসিনা পদত্যাগের পর ১৩টি থানা ও দুটি কারাগারে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। একাধিক বন্দি মুক্ত হতেই সতর্ক করা হয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীকে। ইন্টেলিজেন্স ব্যুরো(আইবি) সূত্রে খবর, হাসিনা সরকারের আমলে ভারত বিরোধী কার্যকলাপের জেরে জামাত ও ইসলামিক ছাত্র শিবিরের বহু নেতা ও সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। সন্ত্রাসবাদী কাজকর্মের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে৷ আন্দোলনের ধাক্কায় মুক্তি পেয়েছে তারাও৷

এই পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা বহুগুণ বেড়ে গিয়েছে৷ সেই সঙ্গে দেখা দিয়েছে গন্ডোগোলের ভয়৷ বিশেষ করে যে সকল এলাকায় কাঁটাতার নেই, সেই অংশ নিয়ে চিন্তা বেড়েছে বিএসএফ-এর৷  দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মহদিপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাঙরাবান্ধা সীমান্তের উপর বিশেষ নজর রাখা হচ্ছে৷ ভারত বাংলাদেশ সীমান্তের মোট ৯১৩ কিমি অংশ কাঁটাতার বিহীন অবস্থায় পড়ে রয়েছে। সীমান্তে উপদ্রব বাড়লে শুধু বিএসএফ নয়, পুলিশের ইন্টালিজেন্সকেও আরও শক্তিশালী হতে হবে বলে উল্লেখ করা হয়েছে৷