mallikarjun kharge
কলকাতা: অবশেষে ইন্ডিয়া জোটের চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে। এই পদের অন্যতম দাবিদার ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ তবে শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে সর্বসম্মতিক্রমে খাড়্গেকেই চেয়ারম্যান পদে বেছে নেয় বিরোধী জোট৷ এই সিদ্ধান্তে সায় দেন নীতীশ কুমার নিজেও।
প্রসঙ্গত, শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস। কিন্তু, গত ১৯ ডিসেম্বর বিরোধী জোটের বৈঠকে ‘ইন্ডিয়া’র আহ্বায়ক তথা প্রধানমন্ত্রীর মুখ হিসাবে খাড়্গের নামই প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সমর্থন জানিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷