মঙ্গলে ট্র্যাক কাঁপাতে নামবেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া, প্যারিস থেকে সোনার আশায় দেশবাসী

কলকাতা: প্যারিস অলিম্পিক্সে শুটিং ছাড়া আর কোনও ইভেন্টেই সাড়া ফেলতে পারেনি ভারত৷ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু ভেকের৷ এর পর ১০…

niraj ch

কলকাতা: প্যারিস অলিম্পিক্সে শুটিং ছাড়া আর কোনও ইভেন্টেই সাড়া ফেলতে পারেনি ভারত৷ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু ভেকের৷ এর পর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোৎ সিং-কে সঙ্গে নিয়ে আরও একটি ব্রোঞ্জ জেতেন হরিয়ানার মেয়ে৷ সোমবার ব্রোঞ্জের লক্ষ্যে লড়তে চলেছেন লক্ষ্য সেনা৷ তবে মঙ্গলবার প্যারিসে নজর থাকবে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার দিকে৷ রাত পোহালেই ট্যাক অ্যান্ড ফিল্ডে নামছেন ২৬ বছরের তারকা খেলোয়ার৷ টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিয়েছিলেন পানিপতের ছেলে৷ আপামর দেশবাসীর আশা প্যারিস থেকেও সোনা আনবেন নীরজ৷

 

ভারতীয় সময় অনুযায়ী আগামিকাল, ৬ অগাস্ট  দুপুর ১.৫০ নাগাদ শুরু হবে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট। তবে নীরজ নামবেন কিছু সময় পরে৷ কারণ গ্রুপ-বি-তে রয়েছেন তিমি। বিকেল ৩টে বেজে ২০ মিনিটে শুরু হবে বি-গ্রুপের কোয়ালিফিকেশন রাউন্ড। প্যারিসে নীরজের পাশাপাশি জ্যাভলিন হাতে দেখা যাবে ভারতের আরও এক খেলোয়ারকে। তিনি হলেন কিশোর জেনা। কিশোর রয়েছেন গ্রুপ-এ-তে৷