হঠাৎ নির্দেশ, গাড়ি থামিয়ে হোয়াটসঅ্যাপে মুখ্যসচিবকে ইস্তফাপত্র পাঠালেন অখিল!

কলকাতা: বনবিভাগের মহিলা আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন অখিল গিরি৷ অস্বস্তিতে পড়ে কারামন্ত্রীর পদ থেকে তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঠিক…

কলকাতা: বনবিভাগের মহিলা আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন অখিল গিরি৷ অস্বস্তিতে পড়ে কারামন্ত্রীর পদ থেকে তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঠিক ছিল, সোমবারই কাঁথি থেকে কলকাতায় আসবেন অখিল৷ সশরীরে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দেবেন৷ কিন্তু, রাজ্য প্রশাসনের তরফে তাঁকে বলা হয়, তিনি যেন মুখ্যসচিবকে হোয়াট্‌সঅ্যাপে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। নির্দেশ মতোই কাজ করেন রামনগরের বিধায়ক। তবে এই নির্দেশ থেকে এটা স্পষ্ট যে, মুখ্যমন্ত্রী নিজেই অখিলের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ চাইছেন না।

 

সোমবার সকালে এমএলএ হস্টেল থেকে রওনা দিয়ে দিয়েছিলেন অখিল গিরি৷ কিন্তু, মাঝপথে নির্দেশ পেয়েই গাড়ি থামান৷ এর পর গাড়িতে বসেই পদত্যাগপত্রে সই করেন৷ ইস্তফাপত্রের ছবি তুলে হোয়াট্‌সঅ্যাপে তা পাঠিয়ে দেন রাজ্যের মুখ্যসচিবের দফতরে। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারি। কোনও আধিকারিকের কাছে চাইতে পারব না!’’