অগ্নিগর্ভ বাংলাদেশ, দফায় দফায় সংঘর্ষে নিহত ৯৮, মন্ত্রী-সাংসদদের বাড়িতে ঢুকে হামলা

ঢাকা: জ্বলছে বাংলাদেশ৷ রাস্তা জুড়ে মৃতদেহের ভিড়৷ বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে খণ্ডযুদ্ধে রণক্ষেত্র ওপাড় বাংলা। কোটা সংস্কার আন্দোলনের পর এক দফা দাবিতে উত্তাল বাংলাদেশ। ছাত্র আন্দোলনের…

bd 1 dapha

ঢাকা: জ্বলছে বাংলাদেশ৷ রাস্তা জুড়ে মৃতদেহের ভিড়৷ বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে খণ্ডযুদ্ধে রণক্ষেত্র ওপাড় বাংলা। কোটা সংস্কার আন্দোলনের পর এক দফা দাবিতে উত্তাল বাংলাদেশ। ছাত্র আন্দোলনের ঝাঁঝ ক্রমে বেড়েই চলেছে।

কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- রবিবার অসহযোগ আন্দোলনের ডাক দেয়৷ দিনভর আন্দোলনকারী এবং আওয়ামী লীগ ও বাহিনীর সংঘর্ষে ১৪ পুলিশ-সহ ৯৮ জনের মৃত্যু হয়েছে বংলাদেশে৷ পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যা ৬টা থেকে ঢাকা-সহ সব শহরে কার্ফু জারি করেছে শেখ হাসিনা সরকার। আন্দোলনকারীদের পাল্টা দাবি, পদত্যাাগ করতে হবে শেখ হাসিনাকে৷ এই এক দফা দাবিতেই রবিবার হাজার হাজার ছাত্র ঢাকার রাস্তায় নেমে আন্দোলনের ঢেউ তোলে৷

রবিবার থেকে আওয়ামি লিগ, ছাত্রলিগের নেতাকর্মীদের উপরে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটেছে৷ প্রতিনিয়ত ভয়ঙ্কর হয়ে উঠছে অসহযোগ আন্দোলন। রবিবার থেকে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, পাবনা, সিলেট, ফেণী, বগুড়া, বরিশাল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ সহ একাধিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থনকারী আওয়ামি লিগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে৷ লাঠিসোঁটা, পিস্তল, বন্দুকের নিয়ে রাস্তায় দাপিয়ে বেরিয়েছে ছাত্ররা৷ এমনকি দেশের নেতা, মন্ত্রীদের বাড়িতে ঢুকেও হামলা চালানো হয়েছে খবর মিলেছে। বাংলাদেশের দৈনিক প্রথম আলো জানাচ্ছে, চাঁদপুরে বাংলাদেশের সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনির বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। চাঁদপুর পুরসভার কার্যালয়, কালীবাড়ি পুলিশ কার্যালয় এবং আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

 

হামলা হয়েছে বরিশালের নবগ্রাম রোডে দেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে। ময়মনসিংহে দেশের প্রাক্তন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাড়ি লক্ষ্য করেও ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের অন্তত ২০টি কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়৷