দেখে নেওয়ার হুমকি! মহিলা বনাধিকারিককে শাসিয়ে ফের বিতর্কে মন্ত্রী অখিল

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শুরু হয়েছে ‘বেআইনি দখলদার’ উচ্ছেদ অভিযান৷ কিন্তু, দোকান ভাঙতে গিয়ে রাজ্যেরই মন্ত্রী অখিল গিরির বাধার মুখে পড়লেন বন দফতরের…

akhil giri

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শুরু হয়েছে ‘বেআইনি দখলদার’ উচ্ছেদ অভিযান৷ কিন্তু, দোকান ভাঙতে গিয়ে রাজ্যেরই মন্ত্রী অখিল গিরির বাধার মুখে পড়লেন বন দফতরের এক মহিলা আধিকারিক। দু’জনের মধ্যে বচসা বাধলে ফের বেলাগাম হন মন্ত্রী৷ ওই মহিলা অফিসারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন রামনগরের তৃণমূল বিধায়ক৷  তিনি বলেন, ‘‘আপনার আয়ু আর ৭-৮ দিন, বড় জোর ১০ দিন!’’ এখানেই শেষ নয়, ওই মহিলা অফিসারের উদ্দেশে ‘জানোয়ার’, ‘বেয়াদব’-এর মতো শব্দবন্ধও ব্যবহার করতে শোনা যায়৷ তাঁর এই মন্তব্যকে ঘিরে ফের বিতর্ক দানা বেধেছে। আসরে নেমে পড়েছে বিজেপি। তৃণমূল নেতা কুণাল ঘোষও অখিলের বিরোধিতা করে এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘মন্ত্রী অখিল গিরির কথা এবং আচরণের বিরোধিতা করছি। এটা অবাঞ্ছিত।’’