মূল টাকায় হাত দিও না! ‘দুর্নীতি’র ২০ কোটি টাকা মুকুলের কাছে রেখেছিলেন বালু? হিসাব মেলাচ্ছে ইডি

কলকাতা: রেশন দুর্নীতির টাকা রাখার জন্য আনিসুর ও আলিফকে ‘ব্যাঙ্ক’ হিসাবে ব্যবহার করেছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? ইডি-র অনুমান, দুর্নীতির প্রায় ২০ কোটি টাকা তাঁদের…

balu5

কলকাতা: রেশন দুর্নীতির টাকা রাখার জন্য আনিসুর ও আলিফকে ‘ব্যাঙ্ক’ হিসাবে ব্যবহার করেছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? ইডি-র অনুমান, দুর্নীতির প্রায় ২০ কোটি টাকা তাঁদের কাছে গচ্ছিত রেখেছিলেন বালু৷ এসএসকেএম থেকে মেয়ে প্রিয়দর্শিনীকে চিঠি লিখেছিলেন প্রাক্তন মন্ত্রী৷ সেই চিঠি ইডি-র হাতে আসে। ওই চিঠির বয়ান ঘিরেই দানা বাঁধে রহস্য৷

 

ইডি সূত্রের খবর, হাসপাতাল থেকে লেখা ওই চিঠিতে জ্যোতিপ্রিয় শেখ শাহজাহান, শঙ্কর আঢ্যদের (ডাকু) নাম উল্লেখ করেছিলেন। এছাড়াও সেখানে মুকুলদা ও বিদেশের কথাও লেখা হয়েছে। প্রসঙ্গত, বিদেশ হলেন আনিসুর এবং আলিফ পরিচিত মুকুল নামে৷ জ্যোতিপ্রিয়র লেখা চিঠির বয়ান অনুযায়ী, “টাকার দরকার পড়লে শাহজাহান, শঙ্কর আঢ্য, মুকুল দেবেন। মুকুলদা মাসে মাসে ১০ লক্ষ টাকা দেবেন। এটা সুদের টাকা। প্রিন্সিপাল অ্যামাউন্ট মুকুলের কাছেই আছে। ওতে হাত দেবে না।”

 

ইডির বক্তব্য, ১০ লক্ষ টাকা যদি মাসিক সুদই হয়, তবে মূল টাকার পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। মাসে ছয় শতাংশ সুদ ধরলে ২০ কোটি টাকার সুদের মূল্য হয় ১০ লক্ষ টাকা৷