‘মঙ্কি বাত’! সংসদের লবিতে ঘুরছে বানর! ভিডিয়ো পোস্ট করে বিঁধলেন রমেশ

কলকাতা: বছর ঘুরতে না ঘুরতেই নয়া সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল গড়িয়েছে লবিতে৷ সেই নিয়ে শোরগোলের মাঝেই অপর একটি ভিডিয়োতে দেখা যায় রাজ্যসভার অন্দরে একেবারে…

monkey sansad

কলকাতা: বছর ঘুরতে না ঘুরতেই নয়া সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল গড়িয়েছে লবিতে৷ সেই নিয়ে শোরগোলের মাঝেই অপর একটি ভিডিয়োতে দেখা যায় রাজ্যসভার অন্দরে একেবারে জল থৈ থৈ অবস্থা৷ হু হু করে ঢুকছে জল৷ এর পর একেবারে সংসদে ‘বাদর রাজ’৷ হ্যাঁ, সংসদ ভবনের লবিতে দেখা গেল বানরের অবাদ বিচরণ৷ সেই ভিডিয়ো পোস্ট করেছেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ৷ যার জেরে বাদল অধিবেশনে আরও বিড়ম্বনায় মোদী সরকার।

 

ব্যঙ্গ করে জয়রাম রমেশ লিখলেন, মন কি বাত নয়, এবার মাঙ্কি বাত! এক্স হ্যান্ডেলে ৮ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, মোদী ম্যারিয়ট, যা নতুন সংসদ ভবন নামেও পরিচিত, সেখানে চলছে মাঙ্কি বাত। কংগ্রেস নেতা রাজীব রেড্ডি অন্য একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যায় লবিতে সাংসদদের জন্য রাখা চেয়ারে আরামে বসে রয়েছে বানরটি। তিনি ব্যঙ্গ করে লিখেছেন, ‘বৃষ্টিতে ডুবন্ত দিল্লির হাত থেকে বাঁচতে একটি হনুমান শুক্রবার সংসদে এসে পৌঁছয়। কিন্তু, সেখানে এসে সে দেখে সংসদের ভিতরেও জল পড়ছে।’