জল থৈ থৈ সংসদ ভবনের মেঝে! প্রকাশ্যে আরও এক ভিডিয়ো, বিড়ম্বনায় কেন্দ্র

নয়াদিল্লি: বছর ঘোরার আগেই বেহাল দশা নতুন সংসদ ভবনের৷ ছাদ থেকে জল চুঁইয়ে পরার ছবি ইতিমধ্যেই ভাইরাল৷ এবার সামনে এল আরও ভয়ঙ্কর ছবি৷ সংসদ ভবনের…

parliament water

নয়াদিল্লি: বছর ঘোরার আগেই বেহাল দশা নতুন সংসদ ভবনের৷ ছাদ থেকে জল চুঁইয়ে পরার ছবি ইতিমধ্যেই ভাইরাল৷ এবার সামনে এল আরও ভয়ঙ্কর ছবি৷ সংসদ ভবনের মেঝেতে জলের স্রোত৷ ১২০০ কোটি টাকা খরচে নির্মিত নতুন সংসদ ভবনের এই দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োতে এক ব্যক্তিকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘‘ইয়ে হ্যায় হমারে রাজ্যসভা!’’ যার বাংলা তর্জমা করলে হয়- এই হল আমাদের রাজ্যসভা। ফলে এই ছবি যে রাজ্যসভার অন্দরে তা বেশ স্পষ্ট৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷

কেন বছর ঘোরার আগেই জলে থৈ থৈ অবস্থা নতুন সংসদ ভবনের? লোকসভা সচিবালয়ের তরফে শুক্রবার যে তথ্য জানানো হয়েছে, তাতে দায়ী করা হয়েছে সংসদ ভবনে কাচের গম্বুজ (ডোম)-কে৷ সেখান থেকেই যত বিপত্তি৷ যে আঠালো পদার্থের সাহায্যে গম্বুজের কাচ জোড়া হয়েছিল, সেখানে ফাঁক হয়েই নাকি জল চুঁইয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হল, গম্বুজের ফাঁক গলে চুঁইয়ে আসা জলে এত স্রোত? সংসদ ভবনের মেঝে একেবারে ভেসে যাচ্ছে৷