‘ছিলেন ভারতীয়, হয়ে গেলেন কৃষ্ণাঙ্গ!’ কমলা হ্যারিসকে নিয়ে কুরুচিকর মন্তব্য, বিতর্কে ট্রাম্প

ওয়াশিংটন: প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন৷ ডেমোক্রাটদের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্য়ারিস৷ এবার তাঁকে নিয়েই কুরুচিকর মন্তব্য করলেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান…

kamala trump2

ওয়াশিংটন: প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন৷ ডেমোক্রাটদের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্য়ারিস৷ এবার তাঁকে নিয়েই কুরুচিকর মন্তব্য করলেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বর্ণ নিয়ে রাজনীতি করছেন কিনা, প্রশ্ন তুললেন ট্রাম্প। তাঁর মন্তব্যে সমালোচনার ঝড়৷

বুধবার একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘উনি (পড়ুন কমলা হ্যারিস) ভারতীয় বংশোদ্ভূত বলেই জানতাম। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে উনি কৃষ্ণাঙ্গ। উনি কৃষ্ণাঙ্গ হওয়ার পর বিষয়টা জানলাম। এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসাবেই পরিচিত হতে চাইছেন। তাই আমি ঠিক বুঝতে পারছি না, উনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?”