জমি বিবাদের জেরে যুবককে মারধর, জ্যান্ত পুঁতল দুষ্কৃতীরা, মাটি খুঁড়ে বাঁচাল পথকুকুরের দল

মুম্বই: জমি নিয়ে বিবাদের জের৷ এক যুবককে ব্যপক মারধর করে তাঁকে মাটির নীচে পুঁতে দেয় দুষ্কৃতীরা। তারা ভেবেছিল শ্বাসরোধ করায় হয়তো যুবকটি মারা গিয়েছে৷ কিন্তু একদল…

s dog

মুম্বই: জমি নিয়ে বিবাদের জের৷ এক যুবককে ব্যপক মারধর করে তাঁকে মাটির নীচে পুঁতে দেয় দুষ্কৃতীরা। তারা ভেবেছিল শ্বাসরোধ করায় হয়তো যুবকটি মারা গিয়েছে৷ কিন্তু একদল পথকুকুরের চেষ্টায় প্রাণ বাঁচল ওই যুবকের। এই চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের আগরার।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত কিশোরের নাম রূপ কিশোর৷ এলাকায় হ্যাপি নামেও পরিচিত৷ জমি বিবাদের জেরে গত ১৮ জুলাই অঙ্কিত, গৌরব, করণ, আকাশ নামে চার দুষ্কৃতী হ্যাপিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তার পর আগরার আর্টনি এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে শ্বাসরোধ করে দেয়৷ পরে হ্যাপি পুলিশকে জানান, জ্ঞান হারানোয় দুষ্কৃতীরা ভেবেছিল তাঁর মৃত্যু হয়েছে। এই ভেবেই একটি গর্ত খুঁড়ে হ্যাপিকে পুঁতে দিয়ে যায় তারা৷ সেখানেই ছিল একদল পথকুকুর৷ তারা এসে হ্যাপিকে পুঁতে রাখা জায়াগাটি খুঁড়তে শুরু করে৷ কিছুটা মাটি খোঁড়ার পরই হ্যাপির শরীরের একাংশ বেরিয়ে আসে। কুকুরের দল তার শরীরে কামড় বসাতেই জ্ঞান ফিরে আসে হ্যাপির৷ ওই কুকুরগুলোকে কোনও মতে তাড়িয়ে নিজের এলাকায় ফেরেন তিনি৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন৷