‘তৃণমূল বিধায়কের গাড়ি ধাক্কা মেরেছে বিজেপি বিধায়ককে!’ তুলকালাম বিধানসভায়

কলকাতা: বিধানসভা চত্বরে হুলস্থূল৷ অভিযোগ, তৃণমূল বিধায়কের গাড়ি ধাক্কা মেরেছে তাঁকে৷ এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর৷ গাড়ি দাঁড় করিয়ে রেখে  বিক্ষোভ দেখান…

dhakka

কলকাতা: বিধানসভা চত্বরে হুলস্থূল৷ অভিযোগ, তৃণমূল বিধায়কের গাড়ি ধাক্কা মেরেছে তাঁকে৷ এই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর৷ গাড়ি দাঁড় করিয়ে রেখে  বিক্ষোভ দেখান ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর সঙ্গে বিক্ষোভে সামিল হন  বাকি বিজেপি বিধায়কেরাও।

এরই মাঝে বিধায়ক অশোক কীর্তনিয়াও দাবি করেন, তৃণমূল বিধায়কের গাড়ি তাঁদের ধাক্কা মেরেছে। বেশ কিছু ক্ষণ এই নিয়ে বিধানসভা চত্বরে হট্টগোল চলে। পরে শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের মধ্যস্থতায় অশান্তি মেটে৷

এদিন, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজপি বিধায়করা৷ প্রধান ফটকের সামনে টেবিল পেতে মূল্যবৃদ্ধির প্রতীকী প্রতিবাদ শুরু করেন৷ ঠিক সেই সময় বিধানসভায় ঢুকছিল জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি। অভিযোগ তাঁর গাড়ি বিজেপি বিধায়কদের ধাক্কা মেরেছে৷ টেবিল উল্টে দিয়েছে৷