আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে নুসরতকে, ফ্ল্যাট ‘প্রতারণাকান্ডে’ অস্বস্তিতে তৃণমূল সাংসদ

আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে নুসরতকে, ফ্ল্যাট ‘প্রতারণাকান্ডে’ অস্বস্তিতে তৃণমূল সাংসদ

nusrat jahan

কলকাতা: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অস্বস্তিতে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল আলিপুর জজ কোর্ট৷ 

এই মামলাটি আলিপুর আদালতে বিচারাধীন ছিল। এর আগেও আদালত এই মামলায় অভিনেত্রীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু, নানা কারণ দেখিয়ে হাজির থাকেননি নুসরত৷ তিনি নিজে না এসে, তাঁর আইনজীবীকে পাঠিয়েছেন আদালতে। এর পর আলিপুর আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জজ কোর্টে যান সাংসদ-অভিনেত্রী। জজ কোর্ট আলিপুর আদালতের নির্দেশই বহাল রাখে। বিচারক সাফ জানান, নিম্ন আদালতের নির্দেশে কোনও ভুল নেই। ফলে ফ্ল্যাট প্রতারণার মামলায় এবার হাজিরা দিতেই হবে নুসরত জাহানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =