কলকাতা: সন্দেশখালি মামলায় ভোল বদল শাহজাহান শেখের৷ এই মামলায় এখনই যুক্ত হতে চান না তৃণমূল নেতা৷ অথচ সোমবারই সন্দেশখালি মামলার পার্টি চেয়েছিলেন তিনি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আইনজীবী জানান, শাহজাহান শেখের তরফে মামলায় যুক্ত হওয়ার যে আবেদন জানানো হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। তবে তিনি জানান, আদালত চাইলে মামলায় যুক্ত হবেন তাঁর মক্কেল।
সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান শেখ কোথায়, সেই উত্তর এখনও অজানা৷ তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েই রক্তাক্ত হতে হয়েছিল কেন্দ্রীয় সংস্থার অফিসারদের৷ এর পর থেকেই তিনি ‘নিখোঁজ’৷ কেউ কেউ বলছেন সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছেন শাহজাহান। প্রথমে অবশ্য মনে করা হচ্ছিল বাংলাদেশে গা ঢাকা দিতে পারেন সন্দেশখালির ‘বাঘ’৷ শাহজাহানের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে ইডি। গত সোমবার আইনজীবী মারফত শাহজাহান হাই কোর্টকে জানান, তিনি সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান। কারণ, তিনি চান এই ঘটনায় তাঁর বক্তব্যও শুনুক আদালত৷ তবে এক দিনের মধ্যেই মত বদলে ফেলেন শাহজাহান৷