হাসপাতালে সারপ্রাইজ ভিজিট সেরেই পান্ডুয়ার স্কুলে রচনা, দিদিমণি হলেন ‘দিদি নম্বর ওয়ান’

কলকাতা: লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হয়েছেন তিনি৷ তবে বৃহস্পতিবার অন্য ভূমিকায় দেখা গেল দিদি নম্বর ওয়াকে৷ সাংসদ নন, স্কুলে পৌঁছে দিদিমণি…

rachu

কলকাতা: লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হয়েছেন তিনি৷ তবে বৃহস্পতিবার অন্য ভূমিকায় দেখা গেল দিদি নম্বর ওয়াকে৷ সাংসদ নন, স্কুলে পৌঁছে দিদিমণি হলেন তিনি৷ খুদে পড়ুয়াদের ধরলেন বানান৷ উঠে দাঁড়িয়ে সমস্বরে উত্তর দিল খুদেরাও৷  হুগলির পান্ডুয়ার খন্যান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার ভূমিকায় দেখা গেল হুগলির তৃণমূল সাংসদকে৷

 

 

বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র পরিদর্শনে এসে প্রথমেই পৌঁছান পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে৷ সেখানে ‘সারপ্রাইজ ভিসিট’ সেরে পৌঁছন খন্যান প্রাথমিক বিদ্যালয়ে৷ যদিও এদিন হাসপাতালের অপরিচ্ছন্ন অবস্থা দেখে বেশ অসন্তোষ প্রকাশ করেন সাংসদ। চিকিৎসক মনিশঙ্কর মুখোপাধ্যায়কে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন রচনা। তবে স্কুল পরিদর্শনের পর রচনার বক্তব্য, “সরকারি স্কুলেও ভাল পড়াশোনা হয়। এটা যাতে বজায় থাকে, সেটাই আমাদের দেখা উচিত।”