AI-এর কবল থেকে নিস্তার অরিজিতের! কী বলল আদালত?

মুম্বই: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দাপটে শিল্পীদের ভবিষ্যৎ কী? সবকাজ এআই করলে তাঁদের অস্তিত্ব থাকবে কোথায়? এই নিয়ে চর্চার মাঝেই স্বস্তি পেলেন অরিজিৎ সিং৷ শিল্পীর করা…

RG Kar New Anthem

মুম্বই: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দাপটে শিল্পীদের ভবিষ্যৎ কী? সবকাজ এআই করলে তাঁদের অস্তিত্ব থাকবে কোথায়? এই নিয়ে চর্চার মাঝেই স্বস্তি পেলেন অরিজিৎ সিং৷ শিল্পীর করা এই পিটিশনের জবাবে বম্বে হাই কোর্টের নির্দেশ, এআই ব্যবহার করে তৈরি করা যাবে না অরিজিতের গলা! নিয়ম ভাঙলেই মিলবে কড়া শাস্তি। অন্তবর্তীকালীন স্বস্তি পেলেন অরিজিৎ৷

 

 

অরিজিতের অভিযোগ ছিল, বিনা অনুমতিতে একাধিক AI ক্রিয়েটর তাঁর কণ্ঠ এবং গান গাওয়ার ধরনকে নকল করেছে। তাঁর পিটিশনের ভিত্তিতে এদিন  আদালত জানায়, অরিজিতের অনুমতি ছাড়া শিল্পীর নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, কার্টুন এবং ছবি ব্যবহার করা যাবে না৷ আদালতের পর্যবেক্ষণ, অরিজিৎ ভারতে এক ‘তারকা’৷ তাঁর ব্যক্তিত্বের পরিচায়ক বৈশিষ্ট্যসমূহকে আইনি পদ্ধতিতে সুরক্ষিত করা উচিত৷