ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের সাত জেলায়, দুর্যোগ চলবে কত দিন?

কলকাতা: আষাঢ়ে আক্ষেপ থাকলেও, শ্রাবণে দক্ষিণবঙ্গে মিলেছে বৃষ্টির দাক্ষিণ্য৷ আগামী ক’দিন ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর৷ ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান বৃষ্টির অনুকূল…

Rain

কলকাতা: আষাঢ়ে আক্ষেপ থাকলেও, শ্রাবণে দক্ষিণবঙ্গে মিলেছে বৃষ্টির দাক্ষিণ্য৷ আগামী ক’দিন ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর৷ ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। দক্ষিণের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতাতেও। বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণের জেলায় জেলায়৷ দিনভর বৃষ্টি থামার নাম নেই৷ হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও৷ বৃহস্পতিবার মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শুক্র থেকে উত্তরের বাকি জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে৷

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে৷ বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। শুক্রবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায়। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে৷