স্বপ্নিলের স্বপ্নপূরণ! শুটিংয়ে ভারতকে তৃতীয় অলিম্পিক্স পদক এন দিলেন ভোপালের ছেলে

প্যারিস:  প্যারিস অলিম্পিক্স থেকে আরও একটি পদক এল ঘরে৷ ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন ভোপালের স্বপ্নিল কুসালে। প্যারিস থেকে তিনটি পদকই…

swapnil

প্যারিস:  প্যারিস অলিম্পিক্স থেকে আরও একটি পদক এল ঘরে৷ ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন ভোপালের স্বপ্নিল কুসালে। প্যারিস থেকে তিনটি পদকই এল শুটিং থেকে। শুরু থেকেই আত্মবিশ্বাস নিয়ে স্বপ্ন পূরণে নেমেছিলেন স্বপ্নিল৷ শেষ মুহূর্ত পর্যন্ত নিজের স্নায়ুচাপ ধরে রেখে দেশকে পদক এনে দেন ভারতের এই শুটার৷

 

গতকাল সপ্তম স্থানে থেকে ফাইনালে উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনিকে আইডিয়াল মেনে চলা স্বপ্নিল। আজ তাঁর দিকে তাকিয়েছিল গোটা দেশ। স্বপ্ন পূরণ করলেন ২৬ বছরের শুটার। প্রথমে ‘নিলিং’, অর্থাৎ হাঁটু মুড়ে বসে শুটিং-এ শুরুটা ভালো হয়নি তাঁর৷ পরে ‘প্রোন’, অর্থাৎ বুকে ভর দিয়ে শুটিং-এ ভাল স্কোর করেন৷  ৫২.৭, ৫২.২ এবং ৫১.৯ স্কোর করে চার নম্বরে উঠে আসেন স্বপ্নিল।  ‘স্ট্যান্ডিং’, অর্থাৎ দাঁড়িয়ে শুটিং বিভাগের দু’টি সিরিজেই ৫১.১ এবং ৫০.৪ ভালো স্কোর করে তিন নম্বরে উঠে আসতেই পদকের আশায় বুক বাঁধে দেশ৷ ভারতকে ব্রোঞ্জ এনে দেন ভোপালের ছেলে৷