জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করা হোক, আর্জি জানিয়ে নির্মলাকে চিঠি গডকড়ির

নয়াদিল্লি: এবারের বাজেট নিয়ে বঞ্চনার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে৷ কোথাও আবার বিভাজন বা কম বরাদ্দের অভিযোগ উঠেছে। এবার যেন সেই সুরই শোনা গেল মোদী সরকারের…

nirmala gadkari

নয়াদিল্লি: এবারের বাজেট নিয়ে বঞ্চনার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে৷ কোথাও আবার বিভাজন বা কম বরাদ্দের অভিযোগ উঠেছে। এবার যেন সেই সুরই শোনা গেল মোদী সরকারের মন্ত্রীর গলায়৷ জীবন বিমা ও মেডিক্য়াল ইনসুরেন্স থেকে জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে খোদ চিঠি লিখলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি৷

 

বর্তমান কর কাঠামোয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। সেই জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়েই নির্মলাকে চিঠি লিখেছেন গডকড়ি। গত সোমবার তিনি এই চিঠি পাঠিয়েছেন বলে খবর৷

 

গডকড়ি মহারাষ্ট্রের নাগপুরের সাংসদ। জানা গিয়েছে, সেখানকার এলআইসি কর্মী সংগঠন তাঁকে এ বিষয়ে স্মারকলিপি পাঠিয়ে এ বিষয়ে তৎপর হওয়ার আর্জি জানান। বিমা কর্মী সংগঠনের সেই দাবিদাওয়ার কথা উল্লেখ করেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে চিঠি লেখেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী৷