বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা, উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের ইঙ্গিত

কলকাতা: গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে  দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ আগামী কয়েকদিনেও পরিস্থিতি বদলের বিশেষ সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ বুধবার থেকে বৃষ্টির…

rain99

কলকাতা: গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে  দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ আগামী কয়েকদিনেও পরিস্থিতি বদলের বিশেষ সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও  বাড়তে পারে কলকাতায়। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহানগরে।

বৃষ্টির পরিমাণ বাড়বে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায়৷ শুক্রবার পশ্চিমের তিন জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও৷ শনিবার থেকে ফের বৃষ্টি ফের দার্জিলিং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায়৷ তবে এখনই গরম কমার কোনও সম্ভাবনা নেই৷ থাকবে আদ্রতাজনিত অস্বস্তিও৷