মেঘে লুকিয়ে ইঙ্গিত! পৃথিবীর দোসর হতে পারে শুক্র, প্রাণের আশায় বিজ্ঞানীরা

কলকাতা: বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য অসীম৷ যা ভেদ করা সহজ কথা নয়৷ তবে একটি প্রশ্ন বহুদিন ধরেই নাড়া দিয়ে চলেছে৷ আর সেটা হল ভিন গ্রহেও কি…

shukra

কলকাতা: বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য অসীম৷ যা ভেদ করা সহজ কথা নয়৷ তবে একটি প্রশ্ন বহুদিন ধরেই নাড়া দিয়ে চলেছে৷ আর সেটা হল ভিন গ্রহেও কি রয়েছে প্রাণের অস্তিত্ব? দীর্ঘদিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজে বেরাচ্ছেন বিজ্ঞানীরা৷ মঙ্গল গ্রহ নিয়ে তো বিস্তর গবেষণা চলছে। তবে শুধু মঙ্গল নয়, গবেষণা চলছে শুক্রকে নিয়েও৷ আর তাতেই মিলল আশার আলো।

চার বছর আগে শুক্রের আকাশে ভেসে বেরানো মেঘে ফসফাইন গ্যাসের হদিশ পেয়েছিলেন বিজ্ঞানীরা৷ সেই সময়ই দাবি করা হয়েছিল, শুক্র গ্রহে প্রাণের অস্বস্তি থাকতে পারে। সেই গবেষকদের হাতেই উঠে এল নতুন তথ্য৷ তাঁরা বলছেন, সৌরজগতের দ্বিতীয় গ্রহের আকাশে যে মেঘ আর কুয়াশা রয়েছে, তার মধ্যে অনেক বেশি পরিমাণ ফসফাইন গ্যাস রয়েছে। যা স্পষ্ট ভাবে প্রাণের ইঙ্গিত দেয়৷

 

গত ১৭ জুলাই এই বিষয়ের একটি রিপোর্ট ইংল্যান্ডের হালের রয়্যাল অ্যাস্ট্রোনমিকাল সোসাইটিতে তাঁরা জমা দিয়েছেন। যেখানে গবেষকদের দাবি, তার বছর আগের চেয়ে ১৪০ গুণ তথ্য সংগ্রহ করতে পেরেছেন তাঁরা। ফসফাইন গ্যাস ছাড়াও উজ্জ্বল এই গ্রহে অ্যামোনিয়া গ্যাসের সম্ভার আছে বলেও দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ফসফাইন গঠিত হয় ফসফরাস এবং হাইড্রোজেনের সংমিশ্রণে৷ আর এই দুই যৌগ মিলে অক্সিজেন সহযোগী পরিবেশ তৈরি করতে সক্ষম। তাই পৃথিবীর পড়শি গ্রহে প্রাণের হদিশ মিললে অবাক হওয়ার কিছু থাকবে না৷