মানিপ্লান্ট নয়, বাড়িতে লাগান এই টাকার গাছ! রাতারাতি বড়লোক?

কলকাতা: একেই বলে টাকার গাছ! বাড়িতে এলোভেরা গাছ লাগিয়েই হোন মালামাল। আপনি যদি কোনও নার্সারি থেকে দশ টাকা দিয়ে একটা অ্যালোভেরা গাছ কিনে নিয়ে আসেন।…

Picsart 24 07 30 16 54 39 775

কলকাতা: একেই বলে টাকার গাছ! বাড়িতে এলোভেরা গাছ লাগিয়েই হোন মালামাল।

আপনি যদি কোনও নার্সারি থেকে দশ টাকা দিয়ে একটা অ্যালোভেরা গাছ কিনে নিয়ে আসেন। তিন মাসের মধ্যেই একটি গাছ থেকে তিনটে থেকে চারটে চারা উৎপাদন হবে। কৃষি বিশেষজ্ঞদের মতে, এক একর জমিতে অ্যালোভেরা চাষ করলে, প্রায় ২০ হাজার কিলোগ্রাম অ্যালোভেরা উৎপাদন করা সম্ভব। ইনভেস্টমেন্ট করলেই পাঁচ বছর পর্যন্ত লাভ পাবেন এই অ্যালোভেরা গাছ থেকে।

এবার হিসেবটা দেখুন। অ্যালোভেরার তাজা পাতা বিক্রি করে আপনি ৫ থেকে ৬ টাকা প্রতি কেজিতে পাবেন। সেক্ষেত্রে এক বিঘা জমিতে অ্যালোভেরার ১২ হাজার গাছ লাগালে অর্থাৎ এক বিঘা জমিতে অ্যালোভেরা চাষ করলে আপনার ৪০ হাজার টাকা খরচ। সেখানে এক বিঘায় প্রায় দেড় থেকে দুলক্ষ টাকা আপনার লাভ থাকবে।

অতএব, অ্যালোভেরা চাষ করে পাঁচ গুণ লাভ হতে পারে। তাছাড়া নতুন গাছ কেনার খরচ নেই। কারণ একই গাছ থেকে আপনি নতুন গাছ পাবেন।