suvendu adhikari
কলকাতা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় মোদীর রামমন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা সহ গোটা রাজ্যে ‘সংহতি মিছিল’ কর্মসূচির ডাক দিয়েছেন৷ সেই কর্মসূচি পিছনোর আবেদন জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের মিছিল পিছনোর পাশাপাশি রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ২২ তারিখ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা। আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন, এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। রামমন্দিরের উদ্বোধনের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে,তা নিশ্চত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। একই কারণ দর্শিয়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচিও পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।