ইংল্যান্ডের মতো কর দিয়ে, পরিষেবা পাই সোমালিয়ার’, সংসদে বিস্ফোরক রাঘব চাড্ডা

কলকাতা: সংসদে বিস্ফোরক আপ আদমি পার্টি (আপ) বিধায়ক রাঘব চাড্ডা৷ ভারতের কর কাঠামো নিয়ে ব্যপক পর্যালোচনা করতে গিয়ে তিনি বললেন, ভারতীয়রা ইংল্যান্ডের মতো চড়া হারে…

raghav Ch

কলকাতা: সংসদে বিস্ফোরক আপ আদমি পার্টি (আপ) বিধায়ক রাঘব চাড্ডা৷ ভারতের কর কাঠামো নিয়ে ব্যপক পর্যালোচনা করতে গিয়ে তিনি বললেন, ভারতীয়রা ইংল্যান্ডের মতো চড়া হারে কর দেয়। কিন্তু, পরিষেবা পায় আফ্রিকার গরীব দেশ সোমালিয়ার মতো।

বৃহস্পতিবার রাজ্যসভায় বাজেট প্রস্তাবের তীব্র সমালোচনা করে রাঘব আরও বলেন, গত ১০ বছরে সরকার কর আরোপ করে সাধারণ মানুষের রক্ত ​​চুষেছে। সরকার আমাদের কাছ থেকে যে এত কর নেয়, তার বিনিময়ে কী দেয়? সরকার কি জনগণকে আন্তর্জাতিক মানের পরিষেবা, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিবহনের সুবিধা দিতে পেরেছে? তাই আমার বলতে কোনও দ্বিধা নেই, আমরা ভারতে আজ সোমালিয়ার মতো পরিষেবা পেতে ইংল্যান্ডের মতো কর প্রদান করি।”